শুক্রবার ⬤ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ ⬤ ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক | ০৭ জুন ২০২০ | ৭:২৭ অপরাহ্ণ
এক হাজার ১৮১ ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী ২০১৯ সালের ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গেজেট বাতিলকৃত প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ৭:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০
qaominews.com | a k m ashraf