আন্তর্জাতিক ডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২০ | ১২:১৫ অপরাহ্ণ
বিতর্কিত মন্তব্য করে মিডিয়ায় শিরোনাম হতে বেশ পটু ভারতের শাসক দল বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। বরাবরের মতো আবারও বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির এই সাংসদ। এবার মহিলাদের সম্মান বাঁচাতে হিন্দু যুবকদের সরাসরি হাতে অস্ত্র তুলে নেওয়ার আদেশ দিলেন তিনি। তাও আবার প্রকাশ্য জনসভায়।
বুধবার (৩০ ডিসেম্বর) পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় হিন্দু জাগরণ মঞ্চের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ভগবান রামচন্দ্র ছোট থেকে অস্ত্র তুলেছেন... মা–বোনেদের সম্মান রক্ষার্থে হিন্দু যুবকদের এক হতে হবে। প্রয়োজনে হলে অস্ত্র ধরতে হবে। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। ধর্ম রক্ষার্থে, সম্মান রক্ষার্থে, প্রাণ রক্ষার্থে অস্ত্র ধরাটা আইনের চোখের কোনও অপরাধ নয়। আমরা সেটাই করব।’ এরপর তিনি আরও বলেন, ‘আগে প্রতিশোধ নিতে হবে, তারপর থানায় যেতে হবে।’
এদিকে, এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। দলের চা–চক্র কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ বলেন, ‘দেশ ওকে (অমর্ত্য সেনকে) অনেক কিছু দিয়েছে। উনি কি দিয়েছেন?’
যদিও অমর্ত্য সেন সম্পর্কে দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া সমালোচনা ও নিন্দা করেছে তৃণমূল এবং সিপিএম দু-দলই। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘এই ধরণের মন্তব্যের নিন্দা করার ভাষা নেই।’ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, ‘অর্মত্য সেনের একটাও বই দিলীপ ঘোষ পড়েছেন কিনা সেটা আমার সন্দেহ আছে। অর্মত্য সেন সম্পর্কে উনি জানেন কিনা, আমি জানি না। উনি বিজেপির সভাপতি। এইসব মানুষের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া বা না দেওয়া একই ব্যাপার।’ সূত্র: জি নিউজ
বাংলাদেশ সময়: ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
qaominews.com | a k m ashraf