আন্তর্জাতিক ডেস্ক | ১০ জুলাই ২০২০ | ৮:১২ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
চলতি বছর হজ পালনের জন্য আরও অন্তত ২০ দিন সময় বাকি আছে। এরই মধ্যে হজ যাত্রীদের স্বাগত জানানোর জন্য সৌদি আরবের পবিত্র স্থানগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। মীনা, আরাফা ও মুজদালিফায় হজযাত্রীদের গ্রহণের জন্য প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে সৌদি আরবের বাদশাহ সিদ্ধান্ত নিয়েছেন, এ বছর দেশের মাত্র ১০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। করোনা সংক্রমণের ভয়ে সীমিত পরিসরে মানুষজন নিয়ে ধর্মীয় এ রীতি পালন করা হবে।
এর আগের বছর ২০১৯ সালে প্রায় ২৫ লাখ হজযাত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে গিয়েছিল। যদিও এ বছর যে ১০ হাজার মানুষ হজ করতে পারবে, তার মধ্যে ৭০ শতাংশ হলো বিদেশি, যারা সৌদিতে বাস করছেন। আর ৩০ শতাংশ হলো সৌদি নাগরিক। সূত্র : সৌদি গেজেট
কওমীনিউজ/মুনশি
বাংলাদেশ সময়: ৮:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২০
qaominews.com | a k m ashraf