নিজস্ব প্রতিবেদক | ২০ জুলাই ২০২০ | ৯:৫৫ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন ছেড়ে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ শাবক মানুষের তাড়া খেয়ে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সেক্টর সদর দপ্তরের তারের বেষ্টনী ডেঙিয়ে ভেতরে ঢুকে পড়ে। ঘটনাটি ঘটে আজ সোমবার সকালে।
মানুষের হাত থেকে প্রাণ বাঁচাতে গিয়ে আহতও হয় হরিণটি। বিজিবির সদস্যরা আহত হরিণ শাবকটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃর্পক্ষের কাছে হস্তান্তর করেছেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ‘আমরা আহত হরিণটিকে শুশ্রুষার সব রকম উদ্যোগ নিয়েছি। এটি পুরুষ মায়া হরিণ ও অপ্রাপ্ত বয়স্ক। পুরোপুরি সুস্থ হলে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কওমীনিউজ/মুনশি
বাংলাদেশ সময়: ৯:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২০
qaominews.com | a k m ashraf