অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২০ | ৭:৪২ অপরাহ্ণ
ছবি: প্রতীকী
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে জাহিদুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে শ্রীরামপুর সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে যান কয়েকজন বাংলাদেশি। এ সময় ভারতের ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ইসলাম মারা যান। এ সময় আরেক বাংলাদেশি আহত হন। আহত ওই ব্যক্তিসহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত জানিয়েছেন, সীমান্তের ওপারে ভারতের মাটিতে জাহিদুলের মৃত্যু হয়েছে। ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ এবং বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে থানায় বিকেল পর্যন্ত কেউ অভিযোগ জানাননি।
এর আগে গত ১০ ডিসেম্বর ওই এলাকার ৮৪৪ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে আবু তালেব (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছিলেন। দু’দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ৭:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
qaominews.com | a k m ashraf