অনলাইন ডেস্ক | ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ৮:২৬ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। এতে লণ্ডভণ্ড জনজীবনে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন লাখ লাখ মার্কিনি। এ অবস্থায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
জানা গেছে, হঠাৎই তুষারঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও এর পার্শ্ববর্তী অঞ্চল। মার্কিন বিদ্যুত্ সরবরাহ পর্যবেক্ষণকারী ওয়েবসাইটে জানানো হয়েছে, ৪১ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। এদিকে, টেক্সাসে গত রবিবার মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম।
বাংলাদেশ সময়: ৮:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১
qaominews.com | Humayun Kabir