আমিন মুনশি | ০৬ জুলাই ২০২০ | ৮:১০ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সম্পূর্ণ সুস্থ আছেন। রবিবার (৫ জুলাই) রাতে ফেসবুকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সোমবার (৬ জুলাই) সকালে তার ফেসবুক পেজে লেখেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইন্তেকাল করেছেন বলে সোমবার রাত থেকে অনেকেই গুজব ছড়িয়েছেন। আমি তাদের জ্ঞ্যাতার্থে জানাচ্ছি যে, কিছুক্ষণ আগে স্যার এবং তার স্ত্রী প্রফেসর শাহিদা রফিকের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার তখন নাস্তা করছিলেন। তারা তাদের ইস্কাটনের বাসায় আছেন। স্যার কোন হাসপাতালে ভর্তিও হননি। স্যার সম্পূর্ণ সুস্থ আছেন।
তিনি আরও বলেন, স্যারের শারীরিক সুস্থতা নিয়ে কেউ কোনো ধরনের গুজব ছড়াবেন না। এ বিষয়ে কারো কিছু জানার থাকলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
কওমীনিউজ/মুনশি
বাংলাদেশ সময়: ৮:১০ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
qaominews.com | a k m ashraf