অনলাইন ডেস্ক | ০২ জানুয়ারি ২০২১ | ১২:৪৭ অপরাহ্ণ
ফাইল ফটো
মাদরাসাসমূহ বন্ধ করে ভারতের সাম্প্রদায়িক সরকার দেশটিতে মুসলমানদের নাগরিক ও ধর্মীয় অধিকার হরণ করে মুসলমানদের নিশ্চিহ্ন করতে চায়। মাদরাসা বন্ধ করে ভারত থেকে মুসলিম শূন্য করার ষড়যন্ত্র সফল হবে না। মাদরাসা শিক্ষা বন্ধের পরিণাম শুভ হবে না। অনতিবিলম্বে ভারতে মাদরাসা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় ভারত টুকরো টুকরো হয়ে যাবে।
ভারত সরকার মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা বন্ধের লক্ষ্যে বিল পাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার (০১ জানুয়ারি) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এক বিবৃতিতে এসব কথা বলেন।
পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান রাজাপুরী, মহাসচিব এইচ এম হারিসুল হক আরো বলেন, ভারতের সরকারকে মনে রাখতে হবে প্রায় ৮ শত বছর পর্যন্ত মুসলমানরা ভারত শাসন করেছে। তারা ইচ্ছে করলে দেশটিকে হিন্দু শূন্য করতে পারতো। কিন্তু মুসলমানরা উদার ও অসাম্প্রদায়িক ছিল বলেই আজ ভারতে হিন্দুরা বহাল তবিয়তে রয়েছে।
বাবরি মসজিদ ধ্বংস করে ঐ স্থানে মন্দির নির্মাণ করা, গরু জবাই নিষিদ্ধ করা, আজান বন্ধ করা এবং এখন মাদরাসা বন্ধ করার উদ্যোগে নিয়ে চূড়ান্ত পর্যায়ের সাম্প্রদায়িক আগ্রাসন চালানো হচ্ছে।
নেতৃবৃন্দ বিবৃতিতে অবিলম্বে মাদরাসা বন্ধের ঘোষণা প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায় গোটা উপমহাদেশে এর বিরুদ্ধে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। আর এর দায়-দায়িত্ব ভারতকেই নিতে হবে।
কওমীনিউজ/এআই
বাংলাদেশ সময়: ১২:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
qaominews.com | a k m ashraf