শুক্রবার ⬤ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ ⬤ ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
আন্তর্জাতিক ডেস্ক | ০৩ জুন ২০২০ | ৫:৩৭ অপরাহ্ণ
স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববীতে প্রথম দিনেই প্রায় এক লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সবচেয়ে বেশী মুসল্লি হয় মাগরিবের সময়। মুসল্লিদের সংখ্যা দাঁড়ায় প্রায় ৪০,০০০।
ফজরের ১ ঘন্টা আগে মসজিদের এগারটি দরজা খুলে দেওয়া হয়। এবং এশার পর দরজা বন্ধ করে দেয়া হয়। মসজিদে প্রবেশের পূর্বে সকলের স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন নিশ্চিত করা হয়।
এর আগে সৌদি বাদশাহ শুক্রবার জুমার নামাজসহ জামাতের নামাজের জন্যে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ৫:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
qaominews.com | a k m ashraf