আন্তর্জাতিক ডেস্ক | ২৫ জুন ২০২০ | ৩:৩৮ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
এবার ভারতের এই বিরুদ্ধ শক্তিতে যোগ দিল ভুটান। আসামের বাকসা চ্যানেল দিয়ে ভারতের দিকে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে দেশটি।
কারণ উল্লেখ না করেই হঠাৎ করে ভুটান সরকার চ্যানেলটির পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। আর এতে সমস্যায় পড়েছে পুরো বাকসা জেলার অন্তত ২৬ টি গ্রামের কৃষকরা। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে এই কৃষকরা। সাধারণ নাগরিকরাও এতে যোগ দেয়। কেন্দ্রীয় সরকারকে বিষয়টি নিয়ে ভুটান সরকারের কাছে আলোচনা করে বিক্ষোভকারীরা দ্রুত এই সংকটের সমাধান চায়।
কৃত্রিমভাবে তৈরি এই সেচ চ্যানেলটির নাম ডং। ১৯৫৩ সাল থেকে এই চ্যানেলটি দিয়ে ভুটান থেকে প্রবাহিত হয়ে আসার পানির মাধ্যমে চাষাবাদের কাজ করেন তারা। ফলে হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
কওমীনিউজ/মুনশি
বাংলাদেশ সময়: ৩:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
qaominews.com | a k m ashraf