আমিন মুনশি | ০৯ জুলাই ২০২০ | ১১:৪৮ পূর্বাহ্ণ
ছবি: প্রতীকী
কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ তিন রোহিঙ্গা ইয়াবা কারিবারির নিহত হওয়ার খরব পাওয়া গেছে। এ ঘটনায় তিন লাখ ইয়াবা ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নূর আলম (৪৫), মো. হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। এরা সবাই উখিয়ার বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ জানান, এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানিয়ে দেয়া হবে।
কওমীনিউজ/মুনশি
বাংলাদেশ সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০
qaominews.com | a k m ashraf