আমিন মুনশি | ০৫ জুলাই ২০২০ | ৯:২৭ অপরাহ্ণ
ছবি: কওমীনিউজ
করোনা সঙ্কটকালীন সময়ে পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পীর সাহেব চরমোনাইয়ের পৃষ্টপোষকতায় পরিচালিত ইসলামী শ্রমিক আন্দোলন। দলটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, পাটকল বন্ধের এই সিদ্ধান্ত আত্মঘাতি। তাই এটি বাতিল করতে হবে। অবিলম্বে পাটকল বন্ধের ঘোষণা প্রত্যাহার করে এই শিল্পকে বাঁচাতে পাটকলগুলোর আধুনিকায়নে বিনিয়োগ করতে হবে।
খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা ইসহাক বলেছেন, করোনার মধ্যে হাজার হাজার শ্রমিককে চাকুরিচ্যুত করা অমানবিক। আওয়ামী সরকার সীমাহীন দুর্নীতি বন্ধ ও দলীয় ক্যাডারদের সিন্ডিকেট ভেঙ্গে ২৫টি পাটকল রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যুদয় সংগ্রামের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ পাট ও পাটকল। নির্বাচনী ঘোষণায় বন্ধ পাটকল চালুর কথা বলা হয়েছিল। সেই ওয়াদা থেকে সরে এসে পাটকল বন্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত আমরা মানি না। গোল্ডেন হ্যান্ডশেকের নামে যে প্রহসনের কথা বলা হচ্ছে তা আদমজীসহ কোথাও অতীতে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।
ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকেও পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে। ইসলামি ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা একে এম আশরাফুল হক বলেন, বিশ্বব্যাপী এখন পাটের চাহিদা বাড়ছে। কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে পরিবেশবান্ধব এই শিল্পের চাহিদা দেশে এবং বিদেশে বৃদ্ধি পেয়েছে। এতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, সঠিক পদক্ষেপ গ্রহন করে পাট শিল্পকে আধুনিকায়ন করে নতুন উদ্যমে চালু করা হবে। কিন্তু তা না করে পাটকল বন্ধের পদক্ষেপ শ্রমিক ও দেশপ্রেমিক জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। শ্রমিকদের স্বার্থে পাটকল বন্ধের এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে কওমীনিউজের কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছেন।
বাংলাদেশ সময়: ৯:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০
qaominews.com | a k m ashraf