আন্তর্জাতিক ডেস্ক | ২১ জুন ২০২০ | ৮:৪৩ অপরাহ্ণ
পাকিস্তানের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া বিন্নুরিয়া আলামিয়ার মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি নাঈম (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি অনেকদিন যাবত অসুস্থ ছিলেন। শনিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। রাত ৯টা ৩২ মিনিটে হাসপাতালে নেয়ার পথে গাড়িতেই তিনি মারা যান।
মুফতি নাঈম ১৯৫৮ সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের হাতেখড়ি তার বাবার কাছে। পরে তিনি জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বানোরী টাউনে ভর্তি হয়ে সেখানে পড়ালেখা সম্পন্ন করেন৷ তারপর কর্ম জীবনে একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন অধ্যাপনা করেন।
১৯৭৯ সালে তার পিতা ক্বারী আব্দুল হালিম রাহমাতুল্লাহি আলাইহি জামেয়া বিন্নুরিয়া প্রতিষ্ঠা করেন। পাকিস্তানের এ জামেয়ায় প্রায় ৮ হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন।
প্রখ্যাত আলেম মুফতি নাঈম বিখ্যাত তাফসির গ্রন্থ ‘তাফসিরে রুহুল কুরআন, শরহে মাক্বামাতসহ বেশকিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। মৃত্যুকালে মুফতি নাঈম তিন ছেলে ও দুই মেয়েসহ সারা বিশ্বে অসংখ্য ছাত্র-শিক্ষক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির সাবেক প্রধান বিচারপতি মুফতি তকি ওসমানি শোক জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ৮:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০
qaominews.com | a k m ashraf