শুক্রবার ⬤ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ ⬤ ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক | ২২ জুলাই ২০২০ | ৮:৩৬ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
পদত্যাগপত্র জমা দেয়া স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। বুধবার ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেকেজি হেলথ কেয়ারকে অনুমোদন দেয়ার বিষয়ে তাদের থেকে কিছু কাগজপত্র চেয়ে ডিবি অফিসে ডাকা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে তার পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় গ্রহণ করেছে।
কওমীনিউজ/মুনশি
বাংলাদেশ সময়: ৮:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০
qaominews.com | a k m ashraf