মো. আবু সাঈদ, পত্নীতলা | ০৪ মে ২০২০ | ৪:০৮ অপরাহ্ণ
নওগাঁর পত্নীতলা উপজেলায় নূরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী হিসাবে প্রতিটি পরিবারকে প্রথম দফা ৫কেজি চাল, ২ কেজি আলু কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তৈল এবং দ্বিতীয় দফায় ১ কেজি ময়দা, ১ কেজি মুড়ি, ১প্যাকেট লাচ্ছা সেমাই, আদা কেজি চিনি, ২৫০ গ্রাম খেজুর ও ১০০গ্রাম করে কিচমিস প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীসমুহ বাড়ি বাড়ি পৌঁছে দেন।
এ বিষয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক মারুফুল ইসলাম মারুফ জানান, করোনা প্রভাবে লক ডাউনের কারণে দিনমজুরদের আয় কমে যাওয়ায় তাদের পারিবারিক খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে দুঃস্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম করোনা শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ৪:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
qaominews.com | faroque