অনলাইন ডেস্ক | ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৫৩ অপরাহ্ণ
ফাইল ছবি
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মসিউর রহমান সবুজকে পুলিশ গাড়িতে তুলে নেওয়া পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর সন্ধান না পাওয়ায় সমর্থকেরা গতকাল শনিবার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন
নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর নিজ এলাকায় ফিরে এসেছেন মাদারীপুরের কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মসিউর রহমান ওরফে সবুজ। গতকাল শনিবার রাত পৌনে ৪টায় তিনি তাঁর নিজ বাড়িতে ফিরে আসেন। সবুজ নিজেই প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বিকেল ৫টার দিকে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি গাড়িতে ওঠার পরই নিখোঁজ হন সবুজ।
মসিউর রহমান ওরফে সবুজ মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমাকে বিকেলে হঠাৎ এসপি (জেলার পুলিশ সুপার) ফোন করে দেখা করতে বলেন। তিনি থানার ওসিকে আমার কাছে পাঠান। তখন আমি ওসির কাছে জিজ্ঞেস করলে তিনি জানান, আইনশৃঙ্খলার বিষয় নিয়ে এসপি আমার সঙ্গে কথা বলবেন। পরে আমি সরল মনে তাঁর গাড়িতে উঠে এসপির অফিসে যাই। সেখানে যাওয়ার পর এসপি আমাকে তাঁর গাড়িতে উঠিয়ে ঢাকায় নিয়ে যান।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের গাড়িতে ওঠার পর সবুজ নিখোঁজের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে। এর জের ধরে তাঁর সমর্থকেরা গতকাল সন্ধ্যা থেকে থানার সামনে অবস্থান নেন। পরে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান বিক্ষুব্ধ সমর্থকেরা। একপর্যায়ে নৌকার সমর্থকদের সঙ্গে সবুজের সমর্থকদের সংঘর্ষ হয়। টানা তিন ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। এ সময় দুই পক্ষের লোকজনের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দেখা যায়।
বাংলাদেশ সময়: ৯:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
qaominews.com | Humayun Kabir