নিজস্ব প্রতিবেদক | ০২ জুলাই ২০২০ | ৭:৩১ অপরাহ্ণ
ত্রাণ বিতরণ করছেন মাওলানা একে এম আশরাফুল হক
ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নাসিরনগর শাখার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ৮০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২রা জুলাই ২০২০) দুপুরে নাসিরনগর জামিয়া কাসেমীয়া মাদরাসা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করেন ইসলামি ঐক্যজোটের সহকারী মহাসচিব ও কওমীনিউজের সম্পাদক মাওলানা একে এম আশরাফুল হক।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১টি করে স্বাস্থ্যসম্মত মাস্ক।
এছাড়া এসময় করোনা ভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষা করে স্বাস্থ্যসম্মতভাবে খবর সরবরাহ করার লক্ষ্যে উপস্থিত সাংবাদিকদেরকে পিপি প্রদান করা হয়।
এসময় উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মুখলেছুর রহমান,মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা মেরাজ মিয়া, মাওলানা মো. আলী আজম তালুকদার, মাওলানা মো. আব্দুস সাত্তার, মাওলানা মো. আব্দুল হান্নান ও মাওলানা মো. মুক্তাদির হোসো্হইন, মাওলানা ওয়াক্কাস আহমদ, মাওলানা মোহাম্মাদ আলী, মাওলানা একে এম আশিকুর রহমান, মাওলানা জসিম উদ্দীন ও হাফেজ কামরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কওমীনিউজ/মুনশি
বাংলাদেশ সময়: ৭:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০
qaominews.com | a k m ashraf