সোহেল রানা, হিলি: | ০২ মে ২০২০ | ৯:৫৮ অপরাহ্ণ
দেশের বিভিন্ন হাওর অঞ্চলে ইরি-বোরো মৌসুমের ধান কাটতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব নিশ্চিত রেখে শ্রমিক পাঠিয়েছে ঘোড়াঘাট থানা পুলিশ।
থানা পুলিশের উদ্দ্যগে দেশের বিভিন্ন হ্ওার অঞ্চলে ট্রাকে করে শ্রমিক পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর-ঘোড়াঘাটের সার্কেল এসপি আখিউল ইসলাম।
শ্রমিক পাঠানো কার্যক্রম উদ্বোধন শেষে হাকিমপুর-ঘোড়াঘাটের সার্কেল এসপি আখিউল ইসলাম জানান,দেশের বিভিন্ন হাওর অঞ্চলে ইরি-বোরো মওসুমের ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে ওইসব অঞ্চলে মারাত্মক শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে।
ওই সব অঞ্চলে প্রতি বছর দেশের উত্তরাঞ্চল থেকে বিপুলসংখ্যক শ্রমিক গিয়ে ধান কেটে দিয়ে আসে। কিন্তু এবারে পরিবহন সঙ্কটসহ নানা প্রতিবন্ধকতার কারণে শ্রমিকরা যেতে পারছে না।দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন স্যারের নির্দেশে শর্ত সাপেে শ্রমিক সঙ্কট এলাকায় আমরা ট্রাকে করে শ্রমিক পাঠানো শুরু করেছি।প্রথম দিনে ৬০ জনের একটি দল পাঠানো হয়েছে পর্যায়ক্রমে আরো পাঠানো হবে।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম সহ আরো অনেকে।#
বাংলাদেশ সময়: ৯:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
qaominews.com | faroque