অনলাইন ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২১ | ৫:০৩ অপরাহ্ণ
ছবিটি প্রতীকী
ফেনীর সোনাগাজীতে গরম রসের কড়াইয়ে পড়ে মোহন নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির দাদা আবুল হোসেন (৭০) গুরুতর আহত হয়েছেন। মারা যাওয়া মোহন ওই গ্রামের কৃষক মাসুদের ছেলে।
মৃত শিশুটির বাবা ও স্থানীয় ইউপি সদস্য জামশেদ আলম জানায়, শনিবার সকালে উপজেলার দক্ষিণ চরদরবেশ গ্রামের নামারচর (কোম্পানী বাজার) এলাকার বিভিন্ন গাছিদের কাছ থেকে পাটালি গুড় তৈরির জন্য রস সংগ্রহ করেন আবুল হোসেন। বড় কড়াইতে এসব রস ঢেলে গরম করছিলেন আবুল হোসেনের স্ত্রী। এ সময় আবুল হোসেন তার সাত মাস বয়সী নাতি মোহনকে কোলে নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ করে আবুল হোসেনের মাথা ঘুরে উঠলে কোলে থাকা নাতিসহ তিনি গরম রসের কড়াইয়ে পড়ে যান। এতে দাদা-নাতি দুজনেই ঝলসে যান। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আবুল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শিশুটি মারা যায়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদেকুল করিম জানায়, গরম রসে শিশু মোহনের মাথাসহ শরীরের ৩৫ শতাংশ এবং আবুল হোসেনের দুই হাতসহ শরীরের ১০ শতাংশ ঝলসে যায়।
এদিকে, সোমবার দুপুরে শিশুটির মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের আহজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। দুধের সন্তানকে হারিয়ে শিশুটির মা বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। বিকেলে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ৫:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
qaominews.com | Humayun Kabir