আন্তর্জাতিক ডেস্ক | ১৯ জুন ২০২০ | ৬:৫০ অপরাহ্ণ
তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে প্রায় ৮ হাজার ৬০০ সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
এসপেন ইনস্টিটিউট আয়োজিত এক প্যানেল আলোচনায় জেনারেল ম্যাকেনজি বলেন, ‘এখন আমি আপনাদের বলতে পারি চুক্তি অনুযায়ী আমাদের শর্ত আমরা পূরণ করেছি।’
তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে ৮ হাজার সৈন্য সরিয়ে নেওয়ার কথা, আমরা এখন সেটা করেছি।’
ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্য জুলাইয়ের মধ্যে আফগানিস্তানে ১২ হাজার সেনা থেকে ৮ হাজার ৬০০ সেনা কমানোর ব্যাপারে সম্মত হয়।
চুক্তিতে বলা হয়, ২০২১ সালের মাঝামাঝি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সকল বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে।
ম্যাকেনজি বলেন, ২০২১ সালের মে মাস নাগাদ সকল সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে, এটি ‘আকাঙ্ক্ষিত এবং শর্তসাপেক্ষ’।
বাংলাদেশ সময়: ৬:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২০
qaominews.com | a k m ashraf