অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২০ | ৭:৫৪ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
বেসরকারি টেলিকম কোম্পানি গ্রামীণফোন থেকে গ্রাহকের গোপনীয় সব তথ্য প্রতারকের কাছে পাচার হচ্ছে এমন অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় গ্রামীণফোনের একজন ম্যানেজারসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুনুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে ডিসি হারুন প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানান, গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসের কর্মকর্তা অনিক বিভিন্ন গ্রাহকের তথ্য ব্লাকমেইল চক্রের সদস্য পারভীন আক্তার কে দিতেন। পারভীন সেই গ্রাহকদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।
এ অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় পারভীনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই গ্রামীণফোনের তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কাস্টমার কেয়ারের ম্যানেজার রুবেল মাহমুদ অনিকের নাম বেরিয়ে আসে।
মূলত অনিকই তথ্য পারভীনের কাছেপাচার করতো। বিশেষ করে গ্রাহকের গোপনীয়-অন্তরঙ্গ কথাগুলোই পারভীনের কাছে দিয়ে দিত। যার দায় গ্রামীণফোন এড়াতে পারে না। আর এ কারণেই কোম্পানিটির বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে অন্যদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ৭:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
qaominews.com | a k m ashraf