আন্তর্জাতিক ডেস্ক | ১৪ জুলাই ২০২০ | ৮:৪৮ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
শত শত বছর ইসলামী ঐতিহ্যের নিদর্শনবাহী আয়া সোফিয়াকে ফের তার আসল পরিচয় ‘মসজিদে’ ফিরিয়ে আনায় তুরস্ক ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন ওমানের প্রধান মুফতি শায়খ আহমাদ বিন হামদ আল খালিলি। ‘যিনি আল্লাহকে সাহায্য করেন আল্লাহও তাকে অবশ্যই সাহায্য করবেন’- কোরআনের এই আয়াত উল্লেখ করে রোববার ওমানের শীর্ষ এই আলেমেদীন এক টুইট বার্তায় এ অভিনন্দন জানান।
আয়া সোফিয়াকে তার আসল পরিচয়ে ফিরিয়ে আনা মুসলিম উম্মাহ ও তাদের নেতার সুচিন্তিত পদক্ষেপের সফল বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন ওমানের প্রধান মুফতি শায়খ আহমাদ বিন হামদ আল খালিলি।
মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা এরদোগানকে যথাযথ সমর্থন দেয়ায় মুসলিম উম্মাহ ও ইসলাম প্রিয় তুর্কি জনগণের প্রতিও অভিনন্দনবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন শায়খ খলিলি। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই আয়া সোফিয়াকে পুনরায় তার মূল রূপে প্রত্যাবর্তন করা সম্ভব হয়েছে। সূত্র: আল জাজিরা।
কওমীনিউজ/মুনশি
বাংলাদেশ সময়: ৮:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
qaominews.com | a k m ashraf