আন্তর্জাতিক ডেস্ক | ১৪ জানুয়ারি ২০২১ | ১২:৫৫ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের পর এবার বন্ধ হলো বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেলও।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সাময়িকভাবে ট্রাম্পের ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেয় গুগল। একই সঙ্গে নিয়ম ভেঙে সন্ত্রাসবাদকে উসকে দেওয়ার অভিযোগে তার একটি ভিডিয়ো পর্যন্ত সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ইউটিউব কর্তৃপক্ষ বিবৃতির মাধ্যমে জানায়, সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে আপলোড করা নতুন ভিডিয়ো সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি চ্যানেলটিতে সাময়িকভাবে নতুন কোনো কিছু আপলোড করা যাবে না।
উল্লেখ্য, নিষেধাজ্ঞা অন্তত আগামী সাত দিন বহাল থাকবে।
বাংলাদেশ সময়: ১২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
qaominews.com | a k m ashraf