নিজস্ব প্রতিবেদক | ০৩ ডিসেম্বর ২০২০ | ৯:৩৪ অপরাহ্ণ
ফাইল ফটো
রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণ এবং এসএসসি পরীক্ষা থেকে ইসলামশিক্ষা বাদ দেয়ার পরিকল্পনা দেশের নব্বই শতাংশ মানুষের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ জনগনের কাছে যা তাদের ঈমান ও আকীদা-বিশ্বাসবিরোধী তা এ দেশের মানুষ কখনো মেনে নিবে না। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর ২০২০) বিকেলে ফকিরাপুলস্থ কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে বিশ্ব মুসলিম পরিষদের চেয়ারম্যান মাওলানা একে এম আশরাফুল হক এসব কথা বলেন।
সংগঠনটির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা হাবিবুল্লাহ ও আমির হোসেন প্রমুখ।
ভাষ্কর্য ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে আলেম-ওলামা ও ইমামদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আলেম-ওলামা ও ইমামরা কারো অশৃঙ্খল ও উগ্র কথায় নয়, বরং সবাই যার যার ঈমানী বিশ্বাস থেকে এবং আপন জায়গা থেকে জনগনকে ভাষ্কর্য বিষয়ে ইসলামের অবস্থান বুঝাবার চেষ্টা করছেন।
এসময় তিনি আরো সরকারকে দেশের অধিকাংশ মানুষের মতামত ও অনুভূতিকে গুরুত্য দেয়ার আহ্বান জানান। আগামী শনিবারে রাজধানী যাত্রাবাড়ী মাদরাাসায় দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমদের পক্ষে বেফাক ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান শাইখ আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে অনুষ্ঠিতব্য শীর্ষ উলামাদের সম্মেলনের সফলতা কামনা করে চলমান সংকটের কাঙ্খিত সমাধান ও উত্তরনের পথ উপায় ও জাতির সঠিক দিক-নির্দেশনা আসবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ৯:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০
qaominews.com | a k m ashraf