অনলাইন ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২১ | ৮:৩৫ অপরাহ্ণ
শিয়া নেতা মুক্তাদির
মধ্যপ্রাচ্যের সুন্নি অধ্যুষিত সৌদি আরব ও শিয়া অধ্যুষিত ইরানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ মেটানোর উদ্যোগ নিতে চান ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদির আল সদর।
এ ক্ষেত্রে তিনি কাতারকে সঙ্গে নিয়ে আলোচনার টেবিলে বসতে চান। খবর আরব নিউজের।
ইরাকি ওই নেতা বলেন, কাতারের উদ্যোগে মধ্যপ্রাচ্যে উন্মুক্ত আলোচনায় প্রতিবেশী দুই মুসলিম দেশের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তি করতে চাই।
আল সদর বলেন, এ ক্ষেত্রে ইরাক যতটুকু সম্ভব সহায়তা করবে তাদের। তবে এখন পর্যন্ত ইরাকি ওই নেতার প্রস্তাবে সাড়া দেয়নি সৌদি আরব, ইরান কিংবা কাতার।
বেশ কিছু দিন আগে দোহা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বৈঠকের আহ্বান জানিয়েছিল, যাতে ইরান সম্মতি জানিয়েছিল।
ইরাকি ওই নেতা আরও বলেন, প্রতিবেশীদের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকলে ইরাকের স্বাধীনতাও অটুট থাকবে।
বাংলাদেশ সময়: ৮:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১
qaominews.com | Humayun Kabir