অনলাইন ডেস্ক | ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ৯:০৮ অপরাহ্ণ
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশের জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে বলে দাবি করেছে বিএনপি। দলটি বলেছে, এ দেশের মানুষের সঙ্গে বিএনপিও ওই প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।
বৃহস্পতিবার বিএনপির পক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এক বিবৃতিতে আরও বলেন, জনগণের ওই অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরও বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরও ঘনীভূত করেছে।
এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ২০০২ সালে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় সরকারের ইচ্ছার প্রতিফলন। এই মিথ্যা মামলাটিতে প্রতিশোধ গ্রহণের জন্য আওয়ামী লীগ ঢাকা থেকে একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল ও তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে সাতক্ষীরায় পাঠিয়েছে। সরকার যেটি চায়, সরকার প্রধান যেটি চান, সেই সাজাটা যাতে নিশ্চিত হয় তাই তাদের সেখানে পাঠানো হয় এবং মাসের পর মাস তারা সেখানে অবস্থান করেন। মামলাটিকে নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য যা করা হয়েছে তা নজিরবিহীন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জেলা পর্যায়ে সরকারের পিপি, এপিপিরাই মামলা পরিচালনা করেন। সেখানে ঢাকা থেকে সরকারি আইনজীবীদের উপস্থিতি প্রমাণ করে যে, এই মামলায় আওয়ামী লীগের ইচ্ছাই পূরণ হবে এবং সেটাই হয়েছে।
রিজভী বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত মামলায় দীর্ঘ পাঁচ বছর কারাগারে বন্দি আছেন। প্রায় শতাধিক মামলায় জামিন পেয়ে জেলখানা থেকে বের হওয়ার পর বুধবার অপর এক মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এটা হচ্ছে সরকারের একটা রাজনৈতিক সংস্কৃতি। কাউকে জেলে রাখতে ন্যায়বিচারের দরকার নাই। আইন-আদালত সব কিছুই তো সরকারের আঁচলে বন্দি।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৯:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১
qaominews.com | Humayun Kabir