ফাতেমা আক্তার সিক্তু | ২২ জুন ২০২০ | ৭:১৯ অপরাহ্ণ
ছবি: প্রতীকী
কী তীব্রভাবেই না ভালোবেসেছিলাম!
অথচ, তুমি পুষতে শতাধিক প্রেমিকা,
তাদের ক-জনকে রাখতে বুকের ঘরে?
তোমার খানিক উপেক্ষায় যখন কান্নার লহরি উঠতো বুকের বামপাশে —
তুমি তখন নির্দ্বিধায় মত্ত অন্য কারও সাথে!
অভিমান করে কথা বন্ধ করে দিয়েছি যদি —
তুমি তাকে সুযোগ ভেবে কাজে লাগাতে,
পুরোনো প্রেমিকাদের খুঁজে আনতে
আমিহীন বর্তমানে।
সব জেনে-বুঝে প্রমাণিত সত্যকে দূরে সরিয়ে
তারপরও কত অদ্ভুতভাবে আমি তোমার হয়ে যেতাম!
কত বেশি তোমাকে ভালোবেসেছি!
ঘরকুনো আমি তোমার বিরহে ঘর ছেড়ে
এলোমেলো ঘুরে বেড়িয়েছি যত্রতত্র।
সে-ও এই আমিই ছিলাম!
আমার এখন ঘৃণার সময়।
আমার এখন ফেরত দেবার সময় সবটুকু উপেক্ষা।
আমার এখন ফিরে আসার সময়।
আমি ঘৃণা করি।
আমি ফিরিয়ে দিই।
আমি ফিরে আসি।
এখন এই আমি
আজকের এই আমি
বেঁচে যাওয়া এই আমি
তোমার সস্তা ভালোবাসার চেয়ে দামি!
বাংলাদেশ সময়: ৭:১৯ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০
qaominews.com | a k m ashraf