আন্তর্জাতিক ডেস্ক | ১৮ জুন ২০২০ | ৭:২৩ অপরাহ্ণ
তালেবান মুজাহিদদের ফাইল ফটো
আফগানিস্তানের তালেবান মুজাহিদদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১৮ সদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওযান ও কুন্দুজ প্রদেশে এসব হামলা হয়েছে। এরমধ্যে জাওযান প্রদেশের একটি চেক পয়েন্টে তালেবানের হামলায় ১২ সেনা নিহত হয়।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মারুফ আযার ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানান, গতকাল দিনের প্রথমভাগে তালেবান গোষ্ঠী ওই হামলা চালায় এবং এতে নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য নিহত হয়। ভোরের ওই হামলায় তালেবান মুজাহিদরা নিরাপত্তা বাহিনীর আরো চার সদস্যকে অপহরণ করে। অবশ্য নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালেবানের পাঁচ সদস্য মারা যায় বলেও তারা জানায়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, তালেবানের হামলায় তাদের ছয় সেনা নিহত হয়েছে।
এদিকে, তালেবান মুজাহিদরা কুন্দুজ প্রদেশে একটি সামরিক অবস্থানে আলাদা হামলা চালিয়েছে। প্রাদেশিক পরিষদের সদস্য আমিন উদ্দিন জানিয়েছেন, তালেবানের হামলায় ছয় সেনা নিহত হয়েছে এবং সংঘর্ষ ৫ ঘণ্টা স্থায়ী হয়। সামরিক ঘাঁটির মুখপাত্র হাদি জামাল জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় তালেবানের চার সদস্য নিহত হয়। তবে এ হামলা সম্পর্কে তালেবান কোনো মন্তব্য করেনি।
সূত্রঃ পার্সটুডে
কওমীনিউজ/এইচ
বাংলাদেশ সময়: ৭:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
qaominews.com | a k m ashraf